পড়ন্ত বৈকালে বারি চলে বয়ে
চোঁখ দুটি প্রশান্ত মহা সাগর
যে দিকে তাকাই দেখি শুন্য নগর
ভাসায়ে তরি খানি পালাচ্ছে নেয়ে।
এ জীবনে বিধে কাটা চলতে গেলে
দুর করে দিতে গিয়ে হৃদয়ের জালা
বুকে মোর বেধে উঠে যন্ত্রনার সালা
শান্তনা পেয়ে আসি চোঁখেরই জলে।
এ মনের আবেগ দহনে পুড়ে ছাঁই
আলোকিত মনের দিপ্ত প্রচ্ছায়
লুঠাই পাদপিঠে অঝর প্রজ্ঞা প্রতিমায়
এ ধরায় কাদিঁ আমি, সুখ নাহি পাই।