আমি দরিদ্র, তুমি বড়োলোকের মেয়ে
তাই করতে পারবো না তোমায় বিয়ে ! -
প্লীজ, করো না আর তুমি আমার পিছু -
আমি সাধারণ, নেই যে আমার কিছু
যা দিয়ে গড়বে তুমি সুখের আলয় -
তাই করো না আর সময় অপচয় ! -
চলে যাও ওগো সুন্দরী, আমায় ছেড়ে -
পাবে নিয়ত সুখ বড়োলোকের ঘরে ! -
করুণ অবস্থায় আমার পরিবার -
দুমুঠো অন্ন ছাড়া জুটে না কিছু আর !
আমায় বিয়ে করলে কষ্ট পাবে ভারি -
দিতে পারবো না তোমায় গয়না, শাড়ি !
তাই সুন্দরী, আমায় তুমি মাপ করো -
আমায় মুক্তি দাও, ফেরার পথ ধরো !