জীবনে রয়েছে শত বিপদ
তবুও পরোয়া করি না
তুমি আছো তাই -
তোমার প্রেম যেন অমূল্য সম্পদ ! -

সব বাধা -বিপত্তি করবো পার -
মানবো না কভু হার
যদি পাই আজীবন
প্রেমের স্পর্শ তোমার -