যদি না থাকতো অন্ধকার
তাহলে আলোর উজ্জ্বলতা প্রকাশ পেতো না -
যদি না থাকতো দুঃখ
তাহলে সুখ এতো সুখকর হতো না -
যদি না থাকতো বিরহের বেদনা
তাহলে মিলনে তৃপ্তি পাওয়া যেতো না -
যদি না থাকতো শীতলতা
তাহলে উষ্ণতার অনুভব হতো না -
যদি না থাকতো অজ্ঞানতা
তাহলে জ্ঞানের মূল্য পাওয়া যেতো না -
যদি না থাকতো মন্দ
তাহলে 'ভালো' কথাটি থাকতো না -