সারাদিন করি আমি কঠোর পরিশ্রম
তবুও সচ্ছল জীবন যাপনে আমি অক্ষম -
দুবেলা দুমুঠো অন্ন জুটে আমার বড়ো কষ্টে,
হে ভগবান, এটাই কি লেখা রয়েছে আমার অদৃষ্টে !
প্রভু, আমি জানি, তুমি সবজান্তা ;
তুমি তো জানো, নুন আনতে ফুরায় আমার পান্তা,
তবুও কেন আমার কথা ভাবো না তুমি?
অভাবের তাড়নায় বড়ো দুঃখে আছি আমি !
হে বিধাতা, আমি কি নই তোমার সৃষ্টি?
যদি হই তবে আমার প্রতি দাও কৃপাদৃষ্টি -
দাও আমায় তুমি শরণ,
ঘুচিয়ে দাও অভাব, গড়ে দাও সচ্ছল জীবন -