(এক)
কত লোক আসে, কত লোক যায় -
ধন- ঐশ্বর্য, বাহুবল কিছুই স্থায়িত্ব নাহি পায় !
ওরে মূঢ়, কেন করিস দুর্বলের উপর অত্যাচার? -
একদিন ঠিক চূর্ণ হবে তোর অহংকার !
(দুই)
ভালো লাগার মতো রয়েছে অনেক কিছু
তবু হায়, দুঃখ ছাড়ে না আমার পিছু !
(তিন)
চলে গেলে তুমি, বলে গেলে না একটিবার,
এটাই কি প্রাপ্তি ছিলো আমার ভালোবাসার !
(চার)
ঝর ঝর ঝর ঝরছে বর্ষাধারা
খুশিতে ডগ মগ শস্য -শ্যামলা ধরা -
এ তো বৃষ্টি নয়, যেন প্রেমের ফোয়ারা !
(পাঁচ)
আমি চিরদুঃখী, কি দিবে আর তুমি দুঃখ -
দুঃখ বিষয়টি আমার কাছে অতি সূক্ষ্ম !
(ছয়)
চারিদিকে চলছে আজ অন্যায় -অবিচার ! -
ন্যায়ের জন্যে লোকেরা করছে হাহাকার,
ন্যায় জুটছে না তবু ভাগ্যে সবার !
(সাত)
জীবনের পথ আমার আঁকা -বাঁকা, কঠিন বড়ো,
পারছি না চলতে একা, তুমি এসে হাত দুটি ধরো |