আমি আকাশ, তুমি তারা -
আমি নদী, তুমি জলধারা |

আমি জীবন, তুমি নিঃশ্বাস -
আমি ফুল, তুমি সুবাস |

আমি শঙ্খ, তুমি নিনাদ -
আমি ক্ষেত্র, তুমি আবাদ |