আজ কাকে নিয়ে --- কী নিয়ে কবিতা লিখব ---
জেলের জাল নেই ---মাঝির নৌকা নেই
নদীতে মাছ নেই --- এককথায় নদী-ই শুকিয়ে যাচ্ছে!
ঢেঁকি দেখিনা --- কুলা দেখিনা --- মাটির বাসনপাত্র দেখিনা
যাঁতা দেখিনা --- কী নিয়ে কবিতা লিখব!
বাবার সুখ নেই ---মায়ের দুঃখ যায় না
ভাই ভাইকে চেনে না --- কাকে নিয়ে কবিতা লিখব!
কালবৈশাখী এসে ছিন্নভিন্ন করার পর ---আসে শীতের জড়োতা
এর মাঝেই প্রতি বাজেটে দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগামী
আমি আর কীভাবে কবিতা লিখব
আমি কী খেয়ে --- কাকে নিয়ে কবিতা লিখব!