পথ চলতে চলতে কাদের যেন
গলা ভাঙ্গা কান্না শুনলাম,
নদীকে গিয়ে বললাম ---
ঐ কান্নাগুলো কার বলতে পারো?
নদীও কেঁদে বলল ---
ঐ কান্নাগুলো হলো
ক্ষুধার্ত মানুষের,
এক মুঠো ভাতের জন্যে
দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর আত্ম-চিৎকার!
সেই দিন থেকে এক মুঠো ভাতকে
আমি প্রচণ্ড ঘৃণা করি,
কেননা, আমার কান্না থামানোর জন্যে
মা দ্বারে দ্বারে যায় এক মুঠো ভাত চাইতে!