তখনও সিগারেট শুরু করিনি সে
কিন্তু আসা যাওয়ার পথে সকলের কাছে জানতে চাইতো
দেয়াশলাই আছে?
অনেক কিছুই আছে সে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চায়
কিন্তু সাহসটা কী আর আছে।
জীবন টা এমনই হাবাগোবা
একটা ইচ্ছা ছিল কখনও
এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে
দেখার ইচ্ছা রাখে স্বপ্ন এখনও
কিন্তু তাঁর কী আর ঘুম আসে!

অন্ধকার ঘরে বসে থাকে
ঘড়ির কাঁটার টিকটিকানিতে জীবন গলে যায়
একটা আধপোড়া সিগারেট শেষ হয়
ভিতরটা পোড়েই।
সে ভাবে —  
সবুজ পাতার ভেতর লুকিয়ে থাকা হলুদ বর্ণ
কোনো দিন এসে ধরা দেবে
সেই কথা ভেবে
এক কাপ কফি ঠাণ্ডা হয়ে যায়
ভেঙে যায় কথাগুলো নিজস্ব ভারে
যেন প্রতিটি শব্দ
চলে যায় এক নতুন অর্থের সন্ধানে
নিজ ও নিজস্ব নীরবতাকে নিয়ে
যেখানে জয়-পরাজয় কিছুই নেই
কেবল টিকে থাকা—বাস্তবতার ধূসর রাস্তায়
যেখানে হাঁটতে হাঁটতে পথের শেষটা ধরা পড়ে না।
কিন্তু রোজ এক নতুন আমিকে খুঁজে পায়
নিঃশব্দে বদলে যায়..
যেন প্রতিদিন নিজেকে ফেলে রেখে আসে  
কালকের পৃথিবীতে।