আমাদের বিচ্ছেদ হলো মধ্যপথে
তুমি চলে গেলে তোমার পথে।
আমি দাঁড়িয়ে মুহূর্ত আলাপে; কিছুক্ষণ
তারপর হেঁটে যাই আমিও পথে
তোমার যে পথ, তার শুরু—ঠিক এর অন্যপাশে।
আমি বলিনি তোমায় কত কিছু
যেন আমি গাছ—বিশাল এক ছায়াতরু;মাঠ শুন্যে
আমি চেয়েছি শুধু
আমার সকল ছায়া তুমি নিরবে পান করো
একাকী; কাউকে না দিয়ে।
আমি বলিনি তোমায় এক অজ্ঞাত কাতরতা
তুমি মুক্ত পাখি—পৃথিবী প্রেমী আমার প্রেমিকা;
জানো, স্বাধীনতাও আঘাত হানে!
বিশ্বাস না হলে শুনো আমায় হে -
কেমন আছে খাচায় বন্ধি পরিযায়ী পাখি একা?
আমি বলিনি তোমায় আরো কত কত কথা
যেমন আমার মনন অনুভূতি, সুধায় -
এ-ই যে তুমি, আমি; তুমি কবিতা—আমি কবি
তবে আমরা দু'জন কি?
চিরসঙ্গী নাকি মূহুর্তের মতো ক্ষণস্থায়ী!
বলে দিও তাদের যারা জানে না আমাদের কথা।
তুমি এসেছিলে, বসেছিলে পাশে
রেখেছিলে চোখ আমার চোখে-
তবু বিচ্ছেদ হয়!
এই যেন আমার অ্যাসিম্পটোট জীবননামা!
তবু পথে হাটার ছন্দে; পাশে থাকা ছাঁয়া হয়ে
তোমার যে পথ, তার শুরু—ঠিক এর অন্যপাশে।
একটাই দাবির নিমিত্তে -
তোমাকে জড়িয়ে মৃত্যু তবু শ্রেয়
কবিতা হয়ে আমার পাশে তুমি থেকো।