বন্ধু আমার পাবলিকে পরে-
তাই সবার মুখে আমি আজ মূর্খ;
যদিও আমি-
চেষ্টার নামে করছি এখনো যুদ্ধ।
কষ্টের ফল পাবো কি আমি?
নাকি আমার ভাগ্যফল হবে রিক্ত!
বন্ধু আমার পাবলিক পরে-
আমি আজ সর্বহারার দুঃখ!
বলি বন্ধু সুখে আছো কি?
খোঁজ-খবর নেওনা হলো বহুদিন!
শুনলাম আমি;
তুমি নাকি এখন-
খুঁজে বেড়াও নারীর শরীরে তীল।
(বাহ! বাহ! বাহবার তবো দিন..)
তোমার সঙ্গে আমার স্বপ্নের
আগে যে ছিল কত্তো মিল..
প্রতিযোগিতায় নিশানা মেলালো-
শুধু তোমার ছোরা যোগ্যতার ঢিল।
আমার বন্ধু পাবলিক পরে -
আমার পিঠে পড়ছে বাস্তবতার কিল! (ঢিপঢিপ)
কি দুর্দিন!
কি দুর্দিন!
আগেই বন্ধু ভালোই ছিলাম
টঙ্গে,রাস্তায় কতই না ফূর্তি করতাম।
এখন তুমি করলে-
লোকে বলে ইংরেজি বাক্যে চিল..
আমি করলে আসছে শুধুই নালিশ!
কি দুর্দিন!
বন্ধু আমার পাবলিক পরে -
কিছু বছরে করাবে ব্যাংককে মালিশ।
আমার ভাগ্যে তখন হয়তো
ছেড়া কাথা ও অপছন্দের কোল বালিশ!
কি দুর্দিন!
কি দুর্দিন!
কি দুর্দিন!
রঙ্গ লীলার আজব খেলা এ সব;
জ্ঞান আর চেষ্টায় হলো সাফল্যের বল।
হলে আমার বন্ধুর মতন যোগ্য হও।
নাহলে জীবনের চার-আনা যাবে ফাকি!
বন্ধু আমার পাবলিক পরে -
দূর হতেই বলি প্রিয়বন্ধু তুই ভালো থাকিস...