যেন মাছের বাজার হয়ে আছে মন
যেন হাউকাউ লেগেই আছে -
মাসের ত্রিশ দিন ||
কাক এসে কা-কা করে
মানুষ এসে করে দরাদরি;
ধূরু, ভালো লাগে না কিছুই
যেন সকলই হয়রানি!
কত ভাবি বৃষ্টি নামুক
কত ভাবি বৃষ্টি শেষের সন্ধা আসুক -
সে সন্ধায় নির্জন পথে দু'পা হাটি;
কিন্তু কোথায় যাবো আমি?
তুমি রয়েছ দক্ষিণে আমি রয়েছি উত্তর
মাঝখানে আমাদের শত দূরত্বের সমুদ্র!
নেই কোন যানপথ
নেই কোনো রেলপথ
শুধু আছে খরস্রোতা জল
শুধু আছে খরস্রোতা জল
শুধু আছে খরস্রোতা জল!