প্রতিকুলে কিছু ঢেউ আসর বসিয়েছে!
আমি সময়ের ভুল মুছে দিতে
ঘড়ির কাটা ঠিক করে দিন হিসেবী;
তেষ্টা, চেষ্টা, কষ্ট আর বিষ্ঠা সময় মাফিক
চেনা অচেনা পথে ডর ব্যর্থ উপাধি।
কি জানি? কতটুকুই আর জানি -
ভাগে-গুণে-যোগে-বিয়োগ
যোজন বিয়োজন, শেষে অর্থনীতি ||
হাতে তালি দেওয়া শিখে নিয়ে_
যত্রতত্রে প্রিয় পঙক্তি -
মুখে হাসি অতএব আশাবাদী ||
চেতনার কম্পাস খোয়ানোই বাকি!
গোলকধাঁধায় এখন বাসনা একটু বিরতি;
ভিতরের ডাকে ততক্ষণাত নিদ্রোত্থিত
নমিনাল দাস, ব্রাকেট সার্কাস্টিক কাশি..
এখানেই শেষ; না না এটা শুরু
জীবন সাগরের দিগন্ত দেয়াল
ঢেউের জোয়ারে খেলানো কঙ্কাল
গেরুয়া নিঃশ্বাস নিয়ে নীল..