যেখানে বৃষ্টি হয়
সেখানে সৃষ্টি হয়
যেখানে সৃষ্টি হয়
সেখানে -
নিরাক পরা মেঘের আড়ালে -
বৃষ্টির আর্তনাদ!
ঝড়ে যাওয়ার ইচ্ছা
ভেসে যাওয়ার ইচ্ছা;
সেই ইচ্ছায় -
অনুশোচনা স্নানে মত্ত
শুষ্ক রাস্তার কঙ্কাল।
অথবা যদি,
সূর্যের নিলয়ে হেঁসে উঠতো -
কুহকিনীর উদাস!
এ-ই হৃদয় নীল আকাশ
এ-ই হৃদয় ফুলেল বাগান
এখানে রয়েছে
নানান ফুলের নানান ঘ্রান ;
এখানে রয়েছে
নক্ষত্রের সুখ প্রকাশ ;
এখানে রয়েছে
অধরা ইচ্ছার অবকাশ।
এখানে সৃষ্টির ইচ্ছা -
উড়ে যাওয়ার প্রতিখা;
জানালা খুলতে জানে না
উড়তে হবে জেনে..
স্বাধীনতার ডানা -
বন্ধ জানালার সামনে রেখে;
তবু এখানে, এখনো বৃষ্টি হয়
এখানেই সৃষ্টি হয়..
এখানে -
কিছু মানব অনুভব করে; হায়!
কিছু মানব শুধু ভিজে যায়
কিছু মানব ভাবে -
এমন কত বৃষ্টি বিলাসে মানব হওয়া যায়?

রাজশাহী
২৬/৭/২২