একটা সকাল নিঃস্পৃহ ঘুমে আমার সাথে
একটা দুপুর আনমনে  বসে আমার সাথে
একটা বিকেল টহল- টহলে আমার সাথে
একটা সন্ধা স্মৃতি রোমন্থনে আমার সাথে
একটা রাত্রি নিদ্রাহীন চোখে আমার সাথে
একটা দিন কবিতা লিপিতে আমার সাথে

অবশেষে-

সকাল পরিনত হয় রাতে
বিকেল পরিনত হয় সন্ধাতে
রোদ পরিনত হয় জোছনাতে
আলো পরিনত হয় অন্ধকারে!

এরই মাঝে

কত কত মানুষের চোখের পাপড়ি বুজে যায় অন্যের    
কাঁপা হাতে;
তাঁদের শরীর ঢেকে যায় সাদা কাফনে,
এই পরিবর্তনের আলোর অন্ধকারে!

আবার

কত কত নবাগত শিশুর প্রথম কান্নায় আপনের মুখে হাসি ফুটে;
শিশুর শরীর সাদা কাপড়ে জড়িয়ে কোলে,
এই পরিবর্তনের অন্ধকারের আলোতে।