তুমি কোনো কবির সৃষ্টি মিষ্টি ছন্দ
তোমার দেখায় কবি লেখে হাজার প্রেমকাব্য;
তুমি কোনো বসন্ত ভোরের ফোটা ফুল
নয়তো ফুলের সাজে অনন্য কোনো দেবীর রূপ;
তোমার শরীর অপরাজিতায় আচ্ছাদিত
তোমার হৃদয় যেন রক্ত করবী সুবাসিত-
দূরে থেকেও ছুয়ে যায় আমায় তোমার ফুলেল সুর।
সেই সুরে শিহরণে মাতাল এ বসন্ত এবং আমি
তোমার কেশ নতুন পাতার মত উচ্ছ্বসিত দামী।
কৃষ্ণচূড়ার মতোই তোমার আরক্তিমা ঠোট
অতল জলে লীলুয়া নীলপদ্ম স্বরূপ তোমার চোখ।
আমার স্বপ্ন ভাঙা একাকী ভোর-
শিমুলতলা দাড়িয়ে আমি তোমার কথা ভাবি রোজ।
সেই ভাবনায় একদিন যেন তোমার ছোঁয়া পেলাম
মনে হলো শিমুল তুলো এই হাতের মুঠোয় ছুঁলাম।
কাব্যিক ছন্দে আমি প্রেমের কবি হলাম-
আমার কবিতায় দেবীর স্থান আমি তোমায় দিলাম।
লেখা ১৪/৩/২২