চারুকলায় অবিদিত রাতে
ভাস্করের ভাস্কর্য আয়না ভেবে
একা বাউল গলা ছেড়ে সুরে সুরে;
হুডখোলা কবিতা উপেক্ষণে
আজ এখানে ক্লান্ত মস্তিষ্ক -
একটা লাল ভেসপার ছবি তুলে।
ভাবে, মননে হলুদ ভেসপার স্বপ্ন!
আরো কত কত কথা, সে ভাবে -
একটা প্রেমের বিশেষ প্রয়োজন
একটা প্রেমিকার থিকেও অধিক।
এখানে এই ক্লান্ত রাতের বেলায়
বেওয়ারিশ ক্লান্ত হৃদয়ে হেঁটে
পথের ধারে, ফুটপাতে; তখন
কিছু সময় বসতে ইচ্ছে জাগে;
ইচ্ছে জাগে -
প্রেমের ঘারে মাথাটা একটু রাখি
আরো কত কথাই যেন ভাবি
আমার শুধু একটাই দাবি
একটা প্রেমের বিশেষ প্রয়োজন
প্রেমিকার থিকেও অধিক..
চারুকলা অনুষদ
রাজশাহী বিশব্বিদ্যালয়