ফতুয়ার মতন মানুষ
কাগজের মতন মুচড়ে রইলো কিছুক্ষণ।
ফুরফুরা বাতাস এলো
তবুও নড়লো না, চড়লো না
বললো না কথা
পাথুরে বউ হয়ে বসে রইলো যতক্ষণ
ততক্ষণ মননে যুক্তিরা হতাশে
চিন্তার সংবিধান, শিরোনাম বিবরনে, আমন্ত্রিত ব্যক্তি বর্গ এবং তাদের অভিনীত কোর্ট নাট্য প্রত্যক্ষণে;
আচমকা তখন পৃথিবীর ওপ্রান্তরে
ক্যারাভান করিডর, সেখানের ছবিটার
কতদিন কত রব, কিছুদিন আমি সব!
বসে ভাবে আমি যেন
কখনো মরুর মতন
কখনো মেরুর মুখীও সুখ; তাঁর
বুক দুখ রূপ সব গোছানো ভরপুর
আয়োজন করছে শপথে
একধাপ পিছানোর গুরুত্ব
বলছে ইতিহাস সংস্কৃতি এথিকস
অপেক্ষা শুধু জীবনের নয়, মৃত্যুরও ||
এক প্রশ্নের সঠিক উত্তর আর
আমার এই অস্তিত্বের মানে খুঁজে নিতে
চোখে সফেদ কাপড় বেধে
তোমাদের থেকে পিছু সরতে লাগলাম
প্রতিদিন এক বিগ-হাত; বেশি নয়
এমন করতে করতে হঠাৎ
মনে হইলো জগৎ আর মানব
ভবিষতের স্মৃতি ছাড়া কিচ্ছু নয়।
সেপ্টেম্বর ১৪½, বৃহস্পতি-শুক্রবার
রাজশাই..