রাত ভেজা সকাল
মাটির সোঁদা গন্ধ
শূন্য কাননে নৈঃশব্দ্য
পাখির উড়ে বেরানো
দিগন্তের নিচে সূর্য।
পায়ের টানে পথ
অজানা ভয়ার্ত
ফুলেল ঘ্রান বিভিন্ন
শরীর অভিসারিক
মন অভিসারী
বাঁধাহীন ভুবন
অনন্ত ছায়াবীথি
একাকী আসর।
এ সকাল নব্য সঙ্গী
বীতশোক ধূসর তবু
উদ্দীপ্তি—শূন্য
ক্লান্তী—ক্লান্ত
তিয়াস—মৃত!
প্রাগৈতিহাসিক চক্র
দৃশ্যের জন্ম বিবর্ণ
বর্ষনমুখর চোখ
অপেক্ষার লগ্ন
চায় ঊষার দীপ্তি
দীপ্তির রক্তাভ স্নান;
কেন্দ্রহীন বৃত্তবন্দী জীবন!
অব্যর্থ চেষ্টার পরেও
অতৃপ্ত হৃদয়ে; সূর্যাভিসার
ব্যর্থ আত্মার সংযোগ!
গুমরে গুমরে কাঁদে
মিলন না ঘটার অপরাধ
অন্ধকারে হাসির ক্ষয়
কি ভিষণ রোগ?