পুজো আসে প্রতিবারের মত;
কেউ দুশো হাত প্রতিমা এনেছে
কেউ উড়িয়ে এনেছে আস্ত তাজমহল
কেউ পোড়া মাটির কাজ
কেউ নামী চিত্রতারকা দিয়ে উদবোধন-
ঝলমলে পোশাকে সুবেশা তরুণ-তরুণীর ঝাঁক
যেন উড়ে বেড়াচ্ছে এ ফুল থেকে ও ফুলে
উজ্জ্বল আলোয় মন্ডপ ভেসে যাচ্ছে
চারদিকে সুখ আর বৈভবের প্রাচূর্য্য!
মন্ডপের পেছনদিকটায় ওরা কারা?
কতকগুলো কালো কালো মাথা
আধো অন্ধকারে গুড়ি মেরে বসে আছে;
ওদের সারাদিন জোটেনি একমুঠো ভাত
ওদের পরনে শতছিন্ন কাপড়-
শুনেছে সন্ধ্যেবেলা প্রসাদ দেবে দেদার
বদলে জুটেছে পুলিশের লাঠি;
কে যেন বলেছিলো ওদের
যে দুর্গা সবার মা!!