মাঝরাতে ঘুম ভেঙে আকাশেতে দেখি
চাঁদ খানা দেয় ঘুম পাহারাতে ফাঁকি,
ঢুলু-ঢুলু চোখে সব তারাগুলো জাগে
রাত-জাগা পাখি কিসে ভয় পেয়ে ভাগে,
হিম-হিম বায়ু বয় শির-শিরে গা
কম্বলে ঢেকে নিয়ে মাথা থেকে পা,
দূরে কোন গীর্জার ঘন্টার সুরে
ভেসে যায় যেন মন দূর হতে দূরে,
মেঘগুলো সাঁতরায় আকাশ সাগরে
গাছপালা থম্ মেরে দাঁড়িয়ে আঁধারে,
নিঃঝুম রাত্তিরে একা আনমনে
রূপ-রস পান করি অবাক নয়নে!!