বৃষ্টি নামে আকাশ জুড়ে
বৃষ্টি নামে শহর ঘিরে ,
কোথায় বললি তোর ঠিকানা
কোন অজানা নদীর তীরে ?
বৃষ্টি নামে খোলা ছাদে
বৃষ্টি নামে মনের ভিতর ,
এই মেয়েটা ভিজতে যাবি
বুকের ভিতর কি আছে তোর ?
বৃষ্টি নামে শরীর জুড়ে
বৃষ্টি নামে খোলা চুলে ,
হীরের কুচি বৃষ্টি ফোঁটায়
দোষ হবে কি তোকে ছুঁলে !
বৃষ্টি নামে সমস্ত দিন
বৃষ্টি নামে রাত্রি প্রহর ,
খুঁজতে গিয়ে মনের হদিস
পা হড়কে চৌকাঠে তোর !
বৃষ্টি পড়ুক অনন্তকাল
বৃষ্টি পড়ুক পৌষ ফাল্গুন ,
বৃষ্টি কেমন জ্বালা ধরায়
বুকের ভিতর সহস্র-গুন !!