সেদিনও ছিল বৃষ্টি-দুপুর
জল থৈ-থৈ রাস্তা পুকুর
অফিস ছুটে সকাল সকাল ইস্টিশানে
চোখ পড়লো একটু দূরে কে ওখানে ?
হালকা হাসি, চুল কপোলে, সিক্ত আঁখি
বলল হেসে, আপনিও কি অফিস ফাঁকি?
ঠিক তখনি আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
এক ছুটেতে দৌড়ে গিয়ে হলদিরামে –
বাইরে কাঁচে জল জমেছে ঝাপসা দৃষ্টি
বুকের ভিতর উথাল-পাথাল নামলো বৃষ্টি !
রেলগাড়িতে আলাপ ;
আমার মতোই রোজের প্যাসেঞ্জার
একদিন এক কোন অছিলায় মুখের পরিচয়
এর বেশি কিছু নয় ;
মাঝে মাঝেই চোখ পড়ত
লাগতো ঠোঁটে হালকা হাসি
ততোটাও নয়,
যতটা হলে বলতে পারি ভালোবাসি !
নেই তো শান্তি, উর্দ্ধ-অধঃ নেই কোন ক্রম
একেকটা দিন হতেই পারে অন্য রকম !!