তোকে ভেবেই আজ
মাঝরাতে ছাদে উঠে দেখি চাঁদ ;
নিঃস্ব এ মন
জ্বলে মরে অনুক্ষণ -
ঘুমে ’ঢলে বিশ্ব-চরাচর
আমি জেগে আছি – নিশাচর ;
শূন্য কালো আকাশ গিলে খেতে চায়
দূরাকাশে দু’একটা তারা খসা দেখা যায় -
ওরাও জানে না ওদের গন্তব্য ,
হয়তো পৃথিবীটাকে ভালোবেসেছিল ;
হাজার বছর ধরে ছুটে চলে শেষে
পৃথিবীর বুকে এসে পুড়ে মরে নিঃশেষে -
হেমন্তে কোকিল ডাকে ?
নিকষ আঁধারে কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে -
আমাকে ঠাট্টা করতেই বোধহয়
মাঝরাতে একটানা কোকিল ডেকে যায় !!