সারাটা দিন ক্ষুধার জ্বালায়
হারাম যাদের হচ্ছে নিদ্‌
       কোথায় বলো হচ্ছে তাদের খুশির ঈদ্‌?

যে ছেলেটা চা-দোকানে
শৈশব নিংড়ে পয়সা আনে
       খুশির ঈদ কোথায় এলো তার জীবনে?

সীমান্তে যারা দেয় পাহারা
নির্ভীক বীর সৈন্য তারাই
       খুশির ঈদ হচ্ছে তাদের স্বজন ছাড়াই!

বস্তি-ঘরের যে মেয়েটা
বাবুর বাড়ি বাসন মাজে
       কোথায় খুশি সবাই যখন ঈদের সাজে!

গরীব-দুঃখী এই দুনিয়ায়
আছে যত শতেক-হাজার
       সবার জন্য আজ খোলা থাক ঈদের বাজার!!