আমার পাগলপারা মন
আজ টুটলো সকল বাঁধন,
তোর অবাক হওয়া চোখ
আমায় মাতায় সারাক্ষণ!
এক নাম না-জানা নদী
তার ঠিকানা-বিহীন পথ,
তোর পাহাড়ী ঝোরা চুল
আমায় জাগায় অবিরত!
এক নাম না-জানা ফুল
শুধু কাড়ে চোখের নজর,
তোর ঠোঁটের উত্তাপে
আমার রাত্রি হলো ভোর!
এক নাম না জানা পাখি
তার চিকন চিকন গা,
তোর ক্ষনিকের হাতছানি
আমি বাড়িয়ে থাকি পা!
সেই নাম না-জানা দেশ
তার নাম না-জানা রাজা,
তোকে নিয়ে যাব বলে
আমার ভবঘুরে সাজা!