জগৎবাসীকে বললে ডেকে
আশমানের ঐ চাঁদ-
রাত পোহালেই পবিত্র ঈদ
জাগ রে তোরা জাগ!
একটা মাসের রোজার শেষে
এলো খুশির ঈদ-
আজকে রাতে নামবে কি আর
চোখের পাতায় নিদ!
কাস্তে-পারা একফালি চাঁদ
বললে ডেকে আরো-
ঈদ কথাটির অর্থটা কি
জানা কি আছে কারো?
ঈদ মানেই খুশি আর
তাই তো খুশির ঈদ-
নামাজ শেষের কোলাকুলিতে
মিলবে সবার হৃদ!
এই বলে আশমানী চাঁদ
ডুবলো আকাশ কোলে-
জগৎবাসী সবাই তখন
খুশির দোলায় দোলে!!