শহরে নেমেছে রাত
আকাশে একফালি চাঁদ,
জানলার বাইরে এক বুড়ো নিমগাছ
আকাশে তারাদের আড্ডা জমজমাট;
দূরে কোথায় ঝিঁঝিঁদের কনসার্ট
ওদের সাথে আমার সারারাতের আলাপ-
পাশে বিছানায় তুমি ঘুমে কাত
তোমার শরীরে সুখের মলাট।
আমার দু'চোখে নেই ঘুম
শুয়ে শুয়ে ভাবি আকাশ-কুসুম;
সুখের সংজ্ঞা কি সবার কাছেই এক?
নাকি মাঝখানে রয়ে যায় বেবাক ফাঁক!!