তুমি কি দেখেছ কখনো
পিরামিডের অভ্যন্তর?
যেখানে মমি হয়ে থাকে
সহস্র শতাব্দীর ইতিহাস;
প্রাচীন রাজাদের ঐশ্বর্য্য আর অহংকার!
তুমিও হৃদয়কে মমি করে রেখেছ
তোমার শরীরের পিরামডে!
মিশরীয় বা সুমেরীয় লিপির চেয়েও কি
প্রাচীন তোমার ইতিহাস?
এতদিন মেলামেশার পরেও
তোমার হৃদয়ের লিপির
সঠিক পাঠোদ্ধার করতে পারিনি আজও;
...তবুও চাঁদ উঠলে
আকাশ হেসে ওঠে;
আর ভালোবাসা ভিজে যায় বিষন্নতায়!!