বৃষ্টি দিন হয় রঙিন
আমার মনে,
খুশি মন সারাক্ষন
কেন কে জানে,
এক ছাতায় বৃষ্টি মাথায়
জড়াজড়ি,
গাছের নীচে দুজন ভিজে
চুব্বুড়ি,
কাকভেজা চুল দৃষ্টি ব্যাকুল
মন বোঝে,
ভীড় কার্নিশ বৃষ্টি অহর্নিশ
তোর খোঁজে,
বৃষ্টি ছাঁট ভিজছে হাত
খোলা জানলায়,
তোর দু'চোখ অশান্ত শোক
বালিশ ভেজায়,
বৃষ্টি দিন কান্না হীন
আমার হৃদয়,
বোঝায় মন অনুক্ষন
বিষন্ন বিদায়।।