মক্কর টক্কর ভক্কর চক্কর
চূর্ণ হবে অতি সত্ত্বর
আপনার, তোমার কিংবা তোর
কাটবে একদিন পূর্ণ ঘোর
কেড়ে কুড়ে ভরা যে উদর
ডিএনএ বদলে হচ্ছে শূকর
স্রষ্টার সৃষ্টির দিচ্ছি কি কর ?
নয়লে থামবে ভক্কর চক্কর ।