আমি সবার শহর ঘুরে ঘুরে
মশার মতো পাখনা মেলে
ড্রোন ক্যামেরার ছদ্মবেশে
তোমার মতো অবিকল মুখ
হন্যে হয়ে খুঁজি অবিরাম
লাদেনের খোঁজে আমেরিকা যেমন
মাতাল ছিল, ঠিক তেমন।

তুমি অন্য রাজার দখলে
এ কথা ভাবতে গেলে
কখনো চোখ ভাসে জলে
কখনো বুকে আগুন জ্বলে
ইচ্ছে করে যে কোন ছলে
তোমায় আমি আনি তুলে
কবর দিই এই বুকের তলে

ভালো চিন্তা মন্দ চিন্তা
সবই কিন্তু তোমায় ঘিরে
আমার মতো তোমায় নিয়ে
এতো কি কেউ চিন্তা করে ?
এই জিবনের ভালোবাসাও তুমি
আবার সর্বনাশাও তুমি
মনটা ব্যাকুল তুমি তুমি করে।