আকাশটাকে ভালো করে চষেছি
চাঁদ টাকেও তল্লাসি করেছি
এ গ্রহ ও গ্রহ ঘুরে ঘুরে দেখলাম
কোথাও তোমাকে দেখিনি ।

রবি ঠাকুরের কালজয়ী ভাবনায়
কবি নজরুলের গানের মূর্ছনায়
কাজী হায়াতের বাস্তব সংলাপের আঙ্গিনায়
নতুন, পুরনো, সকল কবির কবিতায়
খুঁটে খুঁটে খুঁজলাম
কোথাও তোমাকে দেখিনি ।

জিবনান্দ, লিওনারদো, এদের জিজ্ঞেস করেছি
ওদের সে কি লজ্জা !
হুমায়ুন তো পুড়াতেই বসেছিল, নিজের সব লেখা !

আমি এক যান্ত্রিক মানুষ
আমার ভিতরে অনুভুতি ছিলোনা
কিছু নিয়ে এতো ভাবিনি কোনদিন
তুমি কে ?
আমাকে ভাবুক বানালে !!

একটুও সাদৃশ্য নেই, অন্য সুন্দরের সাথে
সকল রুপের উরধে তোমার রূপ
তোমার বৈশিষ্ট অসমাপ্ত
তুচ্ছ করেছো সবাইকে
ব্যর্থ হয়েছে সবার কাজ
তাই একটা প্রশ্ন বারবার জাগে !
তুমি কে ?