টুকি, জানি তুমি এখন আর নও সুখী।
তোমাকে নিয়ে রচিত হয় গান
রচিত হয় কবিতা, বেদনার উপন্যাস।
তোমার ডান চোখে অতীতের মরুভূমি
বাম চোখে ঝরে কষ্টের বৃষ্টি।
তুমি স্বেচ্ছায় কারাবাস করেছো বরণ
তোমার খেলার সাথী এখন অনাগত মরণ।
দুঃস্বপ্নে তুমি কাঁদো না আর
কারণ তোমার জীবনটাই একটা দুঃস্বপ্ন।
যার প্রতিবাদের ভাষায় ঘুন ধরে
যার হৃদয় ফেটে খুন ঝরে
তুমি তো তাদেরই উদাহরণ
তুমি তো তাদেরই উত্তরসূরি।
তোমার আকাশটা হবে কালিতে ঢাকা
স্বাধীন ভুবনটা হবে বিষ মাখা
এটাই তো স্বাভাবিক।
সমাজ তোমাকে ধিক্কার দেবে, দেবে অপবাদ
সবাই তোমাকে শিক্ষা দেবে, চুলের মুঠি ধরে
কেননা, তুমি বা তোমরাই তো ওদের হাতিয়ার।
কিন্তু এ খেলা আর কতকাল চলবে ?
মিথ্যের দাপটে সত্য কেঁদে মরবে ?
লেখকরা ভুল ইতিহাস লিখবে
নিস্পাপ রা, মান ঢাকতে দড়িতে ঝুলবে!
বেরিয়ে এসো তুমি ভেংগে আপন কারাগার
আঘাত করো, যারা আঘাত দিয়েছে বারবার
তিলে তিলে মরবে কেন ?
আন্তঃ অনলে পুড়বে কেন ?
তুমি কি মানুষ নও ?
তোমার তো শক্তি আছে, ত্যেজ আছে
তবে নির্বাক কেন ?
বলো কিসের এতো ভয় ?
টুকি, তুমি তো আর নও ছোট্ট খুকি
তোমাকে যারা ঠেলেছিল ভুল পথে
আর মেনোনা তাদের নির্দেশনা।
ভাঙ্গা হৃদয়কে সতেজ করো
নতুন করে বাঁচার শফত করো
চোখের জল মুছে, কাজল পরো
দুঃখের নয়, সুখের নিবাস গড়ো।
তবেই তো জনম স্বার্থক
তবেই তো জীবন ধন্য।
টুকি, ভাবছো কি ?
বাইরে এসে দেখো
এখনো মানুষ আছে
সেইসব মানুষ প্রহর গুনছে
তোমার হয়ে লড়াই করার জন্য।
১৪/০৩/১৯৯৭