পড়ন্ত বিকেলের আবছা মেঘের ভিড়ে
গড়েছে আসন তরুণীরা ঐ নতুন পুকুর পাড়ে।
উপস্থিতি নেই অভিভাবকের ক্ষণিক সময় ধরে
সদ্য প্রাপ্ত যৌবন নিয়ে তাই গবেষনা করে।
পাশের রাস্তা দিয়ে যদি যায় যুবকের দল
অজানা এক আকর্ষনে তারা হয়ে উঠে চঞ্চল।
মনে মনে ভাবে ছেলেরা তাদের ডাকতো যদি কাছে
সমাজের মুখে চুনকালি মেরে ছুটতো তাদের পিছে।
কখনো ভাবে নিজেরাই গিয়ে বলবে মনের কথা
তখনই মেঘে বৃষ্টি নেমে সৃষ্টি করে বাধা।
ভেজার ভয়ে জলদি করে চলে যায় যুবকেরা
অনিচ্ছাতেও বাধ্য হয়ে ঘরে ফিরে তরুণীরা।