লালপুর গিয়ে তরমুজ কিনি তরমুজ হয়না লাল
মনে হয় ওরা তরমুজের নামে বিক্রি করে ছাল
কি যে পুরা আছে ভেতরে গন্ধ লাগে খেতে
সন্দেহের দাপটে শেষে অসুখ হল পেটে
ভেজাল খাবো না বলে নিজেই লাগালাম চারা
নতুন ফল হয়েছে দেখে হলাম আত্ম হারা
নিজের আনন্দ সবার কাছে জানালাম ফেসবুকে
আমার আগেই চোর খেলো কষ্ট পেলাম বুকে
চোরের ভয়ে পাকার আগেই বাকি টা আনলাম কেটে
পোকা ধরা আরেকটা হেলায় রেখে দিলাম ক্ষেতে
সেই ফল টা বেশ বড় হল ওজনে আট কেজি
তিন দিন পর কেটে লাল দেখে হলাম মহা খুশি
সেই খুশি টা বেশিক্ষন আর রইলো না হায় মনে
আগে কি আর জানতাম তরমুজ নষ্ট হয় তিন দিনে
জার্নি বাই তরমুজ এর ঘটনা সংক্ষেপে হল এমন
চেষ্টা, কষ্ট, হাঁসি, আনন্দ সব মিলে জীবন হয় যেমন।