তোমার বিদায় বার্তা শুনে
আমার কিছু ভালো লাগেনা
লজ্জাবতীর মতো নুইয়ে পড়ি
আকাশের মতো উদারতায়
কিছুই জানতে চাওয়া হয়না ।
তুমি বেদে না বেদুইন
ভেবে দেখিনি কোনোদিন
এসেছিলে দ্বারে তাই
ডেকেছিলাম ঘরে ।
এও ভাবিনি এতদিন
তোমার কাছে আমি মুল্যহীন
আজ তাই ভেবে হায়
দুচোখে জল ঝরে ।
আবার তুমি যেথায় যাবে
অনেক নতুন সঙ্গী পাবে
নাচের তালে সুরের বাণে
তোমায় পাগল করে রাখবে ।
এ পক্ষে মোর একা একা
বিরহের মাঝে বসে থাকা
কি যে কষ্টের তা
কখনো কি তুমি জানতে চাবে ?
বৃদ্ধ বট গাছটার মতো
অনড় দাঁড়িয়ে থাকবো
কেউ কাছে আসবে না
মাথাটা হবে উকুনের বাসা
তোমার অপেক্ষায় চেয়ে রবো
যদিও তুমি আসবে না ।
অপর পক্ষে তোমায় নিয়ে
আনন্দের বাদ্য বাজবে
প্রতিদিন সকালে ।
তোমার সুখের কল্পনাতেও সুখ
যদিও মোর সামনে অপেক্ষমাণ দুঃখ ।
তাইতো জলে ভরে চোখ
আর বেদনায় ভরে বুকটা
যখনই শুনি তোমার বিদায় বার্তা ।