চাপা কান্না আর হতাশার কুঁড়ে ঘরে
একটু স্বস্তি আর মৃদু হাসির জন্য
ক্ষতি গ্রস্থ জিবনের এ অবেলায়
তোমাকে বড়ই প্রয়োজন ।
তোমার কাছে যা পেয়েছিলাম
ক্ষণিকের তরে যা দিয়েছিলে উজাড় করে
যার ছোঁয়ায় আমি শুভ্র বক হয়ে
নীলাকাশ কে ছুঁয়ে দেখার জন্য
স্বপ্ন দেখতাম জেগে জেগে।
আজ এই নিঃস্বংগতা আর কষ্টের মাঝে
দুচোখের জল মুছে সেই স্বপন
আরেকবার দেখার জন্য
তোমাকে বড়ই প্রয়োজন ।
ফাগুনে ফুল ফোটে আজো
সৌরভে চারিদিক মেতে উঠে
একদিন সেই ফুলের সৌরভে বিভোর হয়ে
উপভোগ করতাম দুজন
মিষ্টি যুদ্ধও হতো মাঝে মাঝে ।
আজ সেই ফুলের সৌরভে মন দোলে না
বিষণ্ণতায় হৃদয় কেঁপে কেঁপে উঠে
ক্ষণিকের তরে হৃদয় ও মনটা দোলানোর জন্য
তোমাকে বড়ই প্রয়োজন ।
শ্রাবণে বাতায়নে একা একা দাড়িয়ে থাকি
বাইরের ঢলের মতো ভেতরেও ঢল নামে
সেই ঢলে হঠাৎ
ভেসে যায় বাতায়নটা ।
মুহূর্তে ক্ষেপে উঠে অতীতের সকল স্মৃতি
ক্ষত-বিক্ষত হই আমি গোপনে গোপনে
সেই অতীতের আক্রমণ থেকে বাঁচানোর জন্য
তোমাকে বড়ই প্রয়োজন ।
কারো ভালোবাসা আমার ভালো লাগেনা
কারো জন্য নিজেকে ভাবতে পারিনা
মন শুধু তোমাকেই খুঁজে
আকাশে বাতাসে, জলে স্থলে
নিশিতে দিবসে, শয়নে স্বপনে
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে
এ মন শুধু তোমাকেই পেতে চায়
তুমি কোথায়, তুমি কতো দূরে !
যেখানেই থাকো, যতো দুরেই থাকো
আমার কাছে এক মুহূর্তের জন্য ছুটে এসো
তোমাকে আমার বড় প্রয়োজন,
তোমাকে বড়ই প্রয়োজন
শুধু তোমাকে প্রয়োজন ।