আমি তোমাকে ঘৃণা করি, চরম ঘৃণা
কারন, তুমি আমাকে ইচ্ছে মতো কষ্ট দিয়েছো
করেছো খেলা, যখন যা খুশি।
মাজরা পোকা হয়ে তুমি অন্তর কেটেছো
স্বপ্ন ভরা চোখে দিয়েছো কান্না
রূপপুরের আনবিক বোমা ছিল তোমার চোখে
অথচ হরিণীর চোখ ভেবে চেয়ে থেকেছি।
আজ আমি অসহায়, মাজা ভাঙ্গা, ঘর বন্দী
সারাদিনের সঙ্গী শুধু মোবাইল ফোন।
তোমাকে দেখবো না বলে বাইরে যাই না
অথচ তোমার মতো চেহারা দেখলেই
মোবাইলের পর্দা স্কিপ করতে পারিনা।
এ আমার সাময়িক বিভ্রাট বটে
ভেবো না তোমায় আজো ভালোবাসি।