তোমাকে দেখি সূর্যোদয়ের রক্তিমা আলোতে
তোমাকে দেখি শিশু কিশোরের মুক্ত হাসিতে
                 তোমাকে দেখি বৃক্ষ শাখায় মৃদু দুলতে
                তোমাকে দেখি মালী হয়ে ফুল তুলতে
তোমাকে দেখি তারার মতো ব্যোমে জ্বলতে
তোমাকে দেখি অন্তহীন পথে চলতে
               তোমাকে দেখি পদ্ম হয়ে জলে ফুটতে
               তোমাকে দেখি মেঘের মতো দুরে ছুটতে
তোমাকে দেখি শিশির হয়ে ঘাসে ঝরতে
তোমাকে দেখি পুকুর ঘাটে স্নান করতে
              তোমাকে দেখি ঢেউ হয়ে কুল ছুঁতে
              তোমাকে দেখি পাখি হয়ে গান গাইতে
তোমাকে দেখি আবছা আলোর সাঁঝেতে
তোমাকে দেখি শান্ত মানুষের মাঝেতে
              তোমাকে দেখি চাতকের মতো চেয়ে থাকতে
              তোমাকে দেখি ইশারায় আমাকে ডাকতে
যখনই আমি যেদিকেই মেলি আঁখি
কোনো কিছুই দেখি না তো হায়
শুধু তোমাকে দেখি তোমাকেই দেখি