তোমাকে ভুলতে গিয়ে
অনেক কিছুই ভুলতে বসেছি আমি।
মনে পড়েনা আকাশের কথা অথবা সেই গান
যে গান ভবিষ্যতের প্রেরণা দিতো।
এখন আর আমাকে পূর্ণিমা রাতের
জোছনা গলে পড়া দৃশ্য আকুল করেনা
গ্রীষ্মের খরতাপে পুড়ে মরি
দু’কদম এগিয়ে বৃক্ষ ছায়ে বসিনা আর।
বর্ষায় জানালা রাখি বন্ধ।
মেঘ এসে শিশ দেয়
সাড়া পায়না আমার
ঢেউ এসে ছুঁয়ে যায় তীর
চেয়ে দেখা হয়না
সারাক্ষণই থাকি একা, আত্ম-ভোলা।
কিন্তু আমি তো এগুলো ভুলতে চাইনা
ওরা তো আশা দিয়ে নিরাশ করেনি আমায়
তাই শুধু তোমাকেই ভুলতে চাই
ওরা অঙ্গীকার করেছে
চিরকাল থাকবে আমার সংগে
অথচ ওদেরকেই ভুলতে বসেছি
তোমাকে ভুলতে গিয়ে।