তেলের দাম, চালের দাম
সবকিছুর দাম উর্ধ মুখী
ছেলের কাম, বাপের মান
দিনে দিনে নিম্ন মুখী
সরকার বলে দরকার হলে
ভিন্নমত কে হত্যা করো
বিরোধী দল পেতেছে কল
নিজেরাই তাতে জড়োসড়ো
ধর্মের নামে কর্মের জোগান
কিভাবে হয় প্রচারক
উপকারির ছদ্ম বেশে
চারিপাশে শুধু প্রতারক।
আমি ভালো তুমি ভালো
সবাই যদি ভালো হই
চতুর্দিকে কান্নার রোল
তবু কেমনে ভালো রই।