আলু, মসুর, ডাটা একই এলাকার তিন নেতা
বাইরে মহা শত্রু সাঁজে ভিতরে চলে গোপন কথা।

আলু বলে, সবাই মোরে ভালোবাসে স্পষ্ট দেখা যায়
ভাব বুঝেছি সত্যই এবার আমারই হবে জয়।

মসুর বলে, নিজের বড়াই নিজে করে চাইনা হতে বোকা
ভোটের পরে বিজয়ী বেশে করবো ঠিকই দেখা।

ডাটা বলে, আগের চেয়ে এখন আমায় বেশি লোকে চেনে
আর ঠেকানো যাবেনা মোরে সামনের ইলেকশনে।

কিছুক্ষণ নীরব থেকে আবার মসুর বলে উঠে
হেরেই যদি যাইগো বন্ধু চলে যাবো মাঠে।

এই কথা শুনে আলু ধিরে ধিরে কয়
জনগনকে ধোকা না দিয়ে আগেই যাবে কোথায়?

ডাটা বলে চিকন সুরে এই কথা কেউ যদি জানতে পারে
কার কাছে আর যাবো বলো ঠাঁই দেবে কে মোরে?

একটা কিসের শব্দ শুনে বন্ধ করলো গোপন কথা
চোরের মতো মিটিং করে ভন্ড এই তিন নেতা।