- অতীত -
অতীতে যে আমায় তুমি দেখলেই যেতে রেগে
অনেক দিন ছিলে তুমি না কথারই বাগে।
আমিও যে পাগল হয়ে ছিলাম পিছু লেগে
দেখলাম একদিন তোমার বুকেও উঠলো প্রেম জেগে।

- বর্তমান -
বর্তমানে তুমি আমার কতো আপন হলে
হৃদয় মাঝে প্রেমের শিখা দিলে তুমি জ্বেলে।
কিছুই নাকি চাওনা তুমি আমায় কাছে পেলে
এখন বলো বাঁচবে নাকো আমি মরে গেলে।

- ভবিষ্যত -
ভবিষ্যতেও থেকো তুমি প্রাণের দোসর হয়ে
সারা জনম প্রেমের এ গান যেও তুমি গেয়ে।
আমার দু’টি আঁখি পানে থেকো শুধু চেয়ে
যতোদিন এ পৃথিবীটা এমনি যাবে বয়ে।

২৮/১২/১৯৯৩