টাকার অভিশাপে
পাপের বাপেও কাঁপে
দিনে কিংবা রাতে
জঞ্জাল ধাপে ধাপে
শয়তান বুদ্ধি আঁটে
প্যাঁচে ফেলবো কাকে
মন্দ রা ঝাঁকে ঝাঁকে
ভালো মানুষ দের ডাকে
কেউ ফাঁসে কেউ বাঁচে
বিবেক মুচকি হাসে
নর্দমার পচা পাঁকে
মোহের ঝলক ডাকে
ভাগ্যবান থাকে ফাঁকে
টাকার অভিশাপ কাটে