সিন্ধু জলে একাকার হয়ে মিশে আছো প্রিয়া সুমী
স্রোত সেজে তোমাতে বিলীন হতে ছুটে চলেছি আমি।
তোমার জন্য অলি হতে চাই আলিঙ্গনের নেশায়
প্রসুন হয়ে কিছু সুরভী দাও প্রিয়সি আমায়।
তোমায় নিয়ে মধুর স্বপ্ন দেখি প্রতি রাতে
তুমি আমি রয়েছি শুধু যেনো আর কিছু নেই ধরণীতে।
তোমার চোখে পড়লে চোখ সারা অংগ শিউরে উঠে
আশায় আছি আপন করে কবে নেবে কাছে ডেকে।
তোমাকে কেনো এতো ভালো লাগে বুঝনিা হায় কিছু
মনটা তোমার জয় করিতে ছুটে চলেছি পিছু পিছু।
তোমায় নিয়ে এতোই ভাবি যেনো হয়ে গেছি নয়া মজনু
তোমার সাথে তুলনা করলে ধরা কে মনে হয় অনু।
মোর হৃদয় আকাশে জ্বলে আছো তুমি হয়ে দিন-মনি
মিনতি কিংবা চিৎকার করে তোমায় বুকে টেনে নেবো সুমী।