প্রশংসা সেতো তোমারই প্রাপ্য
তুমি একটি মাত্র কোষ থেকে
১০০ লাখ কোটি কোষের আবরণে
সাজিয়েছো মোরে সুন্দর করে।
দিয়েছ তার ২ শোর বেশি ধরন।
রয়েছে তাতে অভিন্ন ডি এন এ
সেই ক্ষুদ্রাংশেই লিখেছ আমার
সমস্ত ইতিহাস, কান্না হাসির গল্প
প্রশংসা সেতো তোমারই প্রাপ্য।

অহংকার সেতো তোমারই মানায়
তুমি মাথার উপর আকাশ টাকে
রাঙিয়েছ শত কোটি তারা আর
গ্রহ উপগ্রহের দানা দিয়ে।
যে সৃষ্টির তুলনায় আমরা
সামান্যেই বড়াই করা মানব জাতি
আর অন্যান্য সকল কিছু
ক্ষুদ্রাতিক্ষুদ্র অদৃশ্য প্রায়।
অহংকার সেতো তোমারই মানায়।

আমার কিসে গর্ব, কিসেই বা অহংকার
ভিতরে বাইরে যা কিছু সবই তো তোমার
তাই তোমার প্রতি নত শির ৬৪ সিজদায়
প্রশংসা আর অহংকার তোমারই মানায়।