সংগ্রামী জনতা, আয় ছুটে দেখে যা
ধরেছি ধরেছি, শিকলে বেঁধেছি
একাত্তরে চায়নি যারা, স্বাধীন হোক দেশটা ।

সংগ্রামী জনতা, সাথে আনো লাঠিটা
কেমন ওরা ধোঁকাবাজ, দেখতে চাই আজ
গুঁড়িয়ে দেবো ওদের শয়তানি মাথাটা ।

সংগ্রামী জনতা, শোন রে শোন কথাটা
এসেছে সুযোগ তাই, জলদি কাজে লাগাই
প্রতিশোধে ভুলতে চাই ভাই হারা ব্যাথাটা ।

সংগ্রামী জনতা, আরো আনো পতাকা
সবাই মিলে উচ্চে ধরে, গাইবো আজ সমস্বরে
এতোদিনে পেলাম মোরা প্রকৃত স্বাধীনতা ।