তোমায় দেখে মুগ্ধ হতাম, দুচোখ পেতো শান্তি
এক পলকেই বিশ্ব দর্শন কেটে যেত ক্লান্তি
অগোছালো জীবন তোমার সেও লাগতো ভালো
তোমার মাঝেই খুঁজেছিলাম সূর্য রাঙ্গা আলো
আমি আজো চেয়ে আছি তুমি কিন্তু নায়
কেন আমায় বদলে নতুন সঙ্গী নিলে হায়
তোমার সারা আঙ্গিনা জুড়ে সুখের মহা সিন্ধু
নিজের জন্যে নিয়ে গেলে সব দিলে না এক বিন্দু
বুক পাঁজরে বসে তুমি খুঁড়ে গেছো কবর
সেই কবরে কতো স্মৃতি রাখো নি তার খবর
তুমিও মানুষ আমিও মানুষ চাওয়া শুধু ভিন্ন
কষ্ট পেলেও শুভ কামনা করি তোমার জন্য